একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে পশুরাজ সিংহ আরামে ঘুমাচ্ছিলেন। এমন সময় কোত্থেকে এক দুষ্টু ইঁদুর এসে তাকে উৎপাত করতে শুরু করল। পশুরাজের সারা...
একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে পশুরাজ সিংহ আরামে ঘুমাচ্ছিলেন। এমন সময় কোত্থেকে এক দুষ্টু ইঁদুর এসে তাকে উৎপাত করতে শুরু করল। পশুরাজের সারা গা জুড়ে দৌড়াদৌড়ি করে তার আরামের বারোটা বাজিয়ে দিল। কাঁচা ঘুম ভেঙ্গে গেলে কার না রাগ হয়, আর পশুরাজ বলে কথা! উঠে বসলেন তিনি। কার এমন দুঃসাহস যে তার ঘুম ভাঙ্গায়। রাগে দাত কড়মড় করতে করতে চারিদিকে তাকাতে লাগলেন। আর ঠিক তক্ষুনি দেখতে পেলেন দুষ্টু ইঁদুরটাকে। পশুরাজ তাকে বললেন “সামান্য ইঁদুর হয়ে তোর এত সাহস। দাঁড়া তোকে আমি আজ খেয়েই ফেলব।” এই বলে পশুরাজ বিশাল থাবা মেলে ইদুরটাকে ধরে বিরাট হাঁ করে খেতে গেলেন। আর যেইনা সিংহ তাকে খেতে গেলেন, ঠিক তক্ষুনি ইঁদুরটা কেঁদে বলল “ আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, ক্ষমা করুন আমায়। আমার অন্যায় হয়ে গেছে। একবারটির জন্য আমাকে ছেড়ে দিন। আপনার এই মহানুভবতার কথা আমি কক্ষনো ভুলব না। কে জানে হয়তো বিপদের দিনে আমি আপনার কোন উপকারে আসতে পারি”।পুঁচকে ইঁদুরের উপকারের কথা ভেবে পশুরাজ এমন মজা পেলেন যে আর না হেসে পারলেন না। তারপর বললেন “যাও। তোমাকে ক্ষমা করে দিলাম।”
কিছুদিন পরের কথা। একদল শিকারী সিংহ শিকার করতে সেই বনে এলো। জ্যান্ত সিংহ ধরে নিয়ে রাজামশাইকে দিতে পারলে অনেক বখশিস পাওয়া যাবে। শিকারীরা সিংহ ধরার ফাঁদ পেতে অপেক্ষা করতে লাগল।আর কি দুর্ভাগ্য!পশুরাজ সেই পথ দিয়েই তার গুহায় ফিরছিলেন। সিংহ তো আর জানে না তার জন্য সামনে কি বিপদ অপেক্ষা করছে। তিনি দিব্যি দুলকি চালে হাঁটতে হাঁটতে চলছিলেন। দূর থেকে তাকে আসতে দেখে শিকারীরা সজাগ হয়ে থাকল। যেইনা পশুরাজ ফাঁদের উপর পা দিয়েছেন, অমনি এক হ্যাঁচকা টানে শিকারীরা তাকে ধরে ফেলল। বড় এক গাছের সাথে তারা পশুরাজকে ভালো করে বেঁধে রাখল। তারপর তারা গেল ঘোড়ার গাড়ির খোঁজে। যাতে করে পশুরাজকে রাজার কাছে জ্যান্ত হাজির করতে পারে। পশুরাজ দড়িদড়া ছিড়ে মুক্ত হবার কতই না চেষ্টা করলেন, কিন্তু কোন ফল হল না। মনের দুঃখে তিনি গাছতলাতে বসে রইলেন।
এমন সময় ভাগ্যচক্করে সেই দুষ্টু ইঁদুরটা ওই পথ দিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল পশুরাজকে। দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা রাজার করুণ হাল দেখে তার ভীষন মায়া হলো। সে তক্ষুনি তার ধারালো দাঁত দিয়ে ফাঁদের দড়িগুলো কেটে দিল। আর দুষ্টু হাসি দিয়ে পশুরাজকে বলল “ কি মহারাজ, বলেছিলাম না যে আমি একদিন আপনার উপকার করতে পারি?”
- ঈশপের নীতিগল্প
COMMENTS