একজন সু-বক্তা একটা সেমিনারে ১০০ ডলারে একটা নোট দেখিয়ে তার কথা শুরু করেন। সেই হলে ২০০ জন উপস্থিত ছিলেন আর তিনি সকলকে জিজ্ঞেস করেন কে এই ১০০ ড...
একজন সু-বক্তা একটা সেমিনারে ১০০ ডলারে একটা নোট দেখিয়ে তার কথা শুরু করেন। সেই হলে ২০০ জন উপস্থিত ছিলেন আর তিনি সকলকে জিজ্ঞেস করেন কে এই ১০০ ডলারের নোটটা নিতে চায়।
অনেক হাত উঠতে থাকে।
তিনি ডলারটাকে হাত দিয়ে দলা পাকিয়ে ফেলেন এবং এর পর বলেন এখনও কে এটাকে নিতে চায়।
কিন্তু এর পরও অনেক হাত উঠতে থাকে।
ঠিক আছে তিনি বলেন এখন আমি যদি এই বিষয়টা করি? তিনি বলার পর নোটটা নিচে ফেলে দিয়ে তার জুতো দিয়ে মাড়িয়ে আবার সেই নোংরা ও ভাঁজ পরে যাওয়া নোটটা হাতে নেন। এখনও এটা কে নিতে চায়?
এর পরও হাত ওপরে উঠতে থাকে।
তখন তিনি বলেন, বন্ধুরা আমরা এই উদাহরণ থেকে চমৎকার একটা শিক্ষা লাভ করতে পারি। আমি এই টাকাটা নিয়ে অনেক কিছু করার পরও আপনারা এটা পেতে চেয়েছেন কারণ এটার মূল্য তখনও কমে যায়নি সেটা ১০০ ডলারই ছিল।
আমাদের জীবনে অনেক সময় আমরা আমাদের সিদ্ধান্তের কারণে অথবা পরিস্থিতির কারণে শক্তি, আশা, উদ্যম হারিয়ে ফেলতে পারি। আমরা মনে করি আমাদের কোনো মূল্য নেই। কিন্তু যা-ই ঘটুক না কেন অথবা সামনে যা-ই আসুক না কেন আমরা কখনো হতাশ হয়ে পড়ে চাই না। ভালো

COMMENTS